চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০০টি দেশ ও দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৭ হাজার ৮৩২ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সবমিলিয়ে ৩৭ হাজার ৮১৬ জন মারা গেছেন । চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৯০ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে এখনও তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রন্ত হয়েছেন আর ১০৮২ জন। ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৪ হাজার ২৫৩তে গিয়ে দাঁড়ালো।
সেখানে করোনায় মারা গেছে মোট ৩১৬৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৭৩ জন।
করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে সোমবার পর্যন্ত ১১ হাজার ৫৯১ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছে আরও ৯১৩ জন। একদিনে দেশটিতে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন।
সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যমতে।