বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস ২০২০ সালের এশিয়ার সংস্করণে ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও চেঞ্জমেকারের তালিকায়স্থান করে নিয়েছেন দুই বাংলাদেশি নারী।
তারা হলেন- রাবা খান ও ইশরাত করিম। বৃহস্পতিবার ফোর্বস ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে।
রাবা খান তার ইউটিউব চ্যানেল “ঝাকানাকা প্রজেক্টের” মাধ্যমে শুধুমাত্র ভিডিও নয়, সে তার নিজের একটি এজেন্সী গড়ে তুলেছেন ।
অন্যদিকে ইশরাত করিম বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আমাল ফাউন্ডেশন তৈরী করেন । এর মাধ্যমে বাল্য বিবাহ, নারী নির্যাতন, বিধবা নারী সহ পিছিয়ে পড়াদের উন্নয়নে কাজ করেন।
ফোর্বস পঞ্চমবারের মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলের ধনী, প্রভাবশালী, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও উদ্যোক্তার তালিকা প্রকাশ করে। এ নিয়ে তারা পঞ্চমবারের মতো ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা প্রকাশ করল।