চার মাসেই ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল নতুন করনোভাইরাস (কোভিড-১৯)। ১৮০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন ৫০ হাজার ২৩০ জন। শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় দশ লাখ।
BREAKING
50000 DEATHS WORLDWIDE #COVID19Pandemichttps://t.co/R3npMcVpRf— Amr Khalifa (@Cairo67Unedited) April 2, 2020
গত বছরের ডিসেম্বরে শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের এই ভাইরাসে মার্চ মাসের শুরুর দিনও মৃতের সংখ্যা ছিল ৩ হাজারের মতো।
তারপর এক মাসেই ৪৭ হাজারের মতো মৃত্যু দেখতে হল এই বিশ্ববাসীকে এবং এই মহামারীর শেষ কোথায়, সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা দিতে পারেননি কোনো গবেষক।