বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)। কোন এলাকায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও প্রকাশ করছে এই সংস্থা দুটি।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় গতকাল মঙ্গলবার থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে।
সেই ধারাবাহিকতায় আজ বুধবার কখন কোন এলাকায় লোডশেডিং, তা জানিয়ে দেয়া হয়েছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা দুটির ওয়েবসাইটে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
উল্লেখ্য সোমবার ঢাকাসহ সারা বাংলাদেশে লোডশেডিংয়ের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।