রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো.শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মতিঝিল টহল ইউনিট ৬টা ২৫ মিনিটে আগুণ দেখে তাৎক্ষনিক কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়েছে।
তিনি আরও জানান, এ মুহূর্তে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।