ব্যাংকে লেনদেনের সময়সূচিতে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। নতুন এই সময় আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে গত আগস্টে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছিল। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।