আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ৪ ব্যাংককে নতুন করে শেয়ারবাজারে তালিকাভুক্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে এসব ব্যাংক শেয়ারবাজারে আসবে।
ব্যাংক চারটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল, অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংক। এর বাইরে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক নতুন করে বাজারে আরও শেয়ার ছাড়বে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ–সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে শুধু রূপালী ব্যাংকের শেয়ার রয়েছে বাজারে। শিগগিরই এ ব্যংকের শেয়ার ২৫ শতাংশ পর্যন্ত বাজারে ছাড়া হবে। পরে পর্যায়ক্রমে বিডিবিএল, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের শেয়ার ছাড়া হবে।”
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. মো. খাইরুল হোসেনসহ সরকারি এই পাঁচ ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা উপস্থিত ছিলেন।