২০২৩ সালে এশিয়া কাপ (Asia Cup 2023) পাকিস্তানের পরিবর্তে শ্রীলংকা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপালের ক্রিকেট দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টটি একটি হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে প্রাথমিক গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এবং বাকি নয়টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এই বছর ওয়ানডে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার সূচি
তারিখ | বাংলাদেশ সময় (বিকাল) | ম্যাচ – রেজাল্ট | ভেন্যু |
৩০ অগাস্ট | বিকাল ৩:৩০ | পাকিস্তান-নেপাল পাকিস্তান ২৩৮ রানে জয়ী |
মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
৩১ অগাস্ট | বিকাল ৩:৩০ | বাংলাদেশ-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী |
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কান্দু, শ্রীলঙ্কা |
২ সেপ্টেম্বর | বিকাল ৩:৩০ | ভারত (২৬৬ – ৪৮.৫)-পাকিস্তান বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত |
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কান্দু, শ্রীলঙ্কা |
৩ সেপ্টেম্বর | বিকাল ৩:৩০ | বাংলাদেশ-আফগানিস্তান বাংলাদেশ ৮৯ রানে জয়ী |
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান |
৪ সেপ্টেম্বর | বিকাল ৩:৩০ | ভারত-নেপাল ভারত ১০ উইকেটে জয়ী |
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কান্দু, শ্রীলঙ্কা |
৫ সেপ্টেম্বর | বিকাল ৩:৩০ | শ্রীলঙ্কা-আফগানিস্তান শ্রীলঙ্কা ২ রানে জয়ী |
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান |
এশিয়া কাপের সুপার ফোরের সময় সূচি:
তারিখ | বাংলাদেশ সময় (বিকাল) | ম্যাচ – রেজাল্ট |
ভেন্যু |
৬ সেপ্টেম্বর | ৩টা ৩০ মিনিট | বাংলাদেশ-পাকিস্তান পাকিস্তান ৭ উইকেটে জয়ী |
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান |
৯ সেপ্টেম্বর | ৩টা ৩০ মিনিট | বাংলাদেশ-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ২১ রানে জয়ী |
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম |
১০ সেপ্টেম্বর | ৩টা ৩০ মিনিট | ভারত-পাকিস্তান ভারত ২২৮ রানে জয়ী |
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম |
১২ সেপ্টেম্বর | ৩টা ৩০ মিনিট | ভারত-শ্রীলঙ্কা ভারত ৪১ রানে জয়ী |
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম |
১৪ সেপ্টেম্বর | ৩টা ৩০ মিনিট | শ্রীলঙ্কা-পাকিস্তান শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী |
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম |
১৫ সেপ্টেম্বর | ৩টা ৩০ মিনিট | বাংলাদেশ-ভারত ভারত ৬ রানে জয়ী |
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম |
১৭ সেপ্টেম্বর – ফাইনাল – ভারত বনাম শ্রীলঙ্কা, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (আরপিআইসিএস), কলম্বো, শ্রীলঙ্কা
ফলাফলঃ শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী
১৮ সেপ্টেম্বর – ফাইনাল-এর রিজার্ভ দিন
I am happy to announce the schedule for the highly anticipated Men's ODI #AsiaCup2023, a symbol of unity and togetherness binding diverse nations together! Let's join hands in the celebration of cricketing excellence and cherish the bonds that connect us all. @ACCMedia1 pic.twitter.com/9uPgx6intP
— Jay Shah (@JayShah) July 19, 2023
গত ২০২২ সালে আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা ২২ রানে পাকিস্তানকে পরাজিত করে শিরোপা জয় করে। এই পর্যন্ত ভারত ৭ বার শিরোপা জয় করে শীর্ষে রয়েছে এবং ৬ বার শিরোপা পেয়ে শ্রীলংকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে, বাংলাদেশ একবারও শিরোপা না জিতলেও, তিনবার রানারস-আপ হয়েছে।
এর আগে বিগত ১৪ বছরে ভারত মোট ৭ বার, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮, চ্যাম্পিয়ন হয়েছে। এর পরেই শ্রীলংকা পাঁচবার চ্যাম্পিয়ন, ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪, হয়। পাকিস্তান দু’বার (২০০০, ২০১২) চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে তিন উইকেটে হেরে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ।
টুর্নামেন্টের তারিখ: ৩১ অগাস্ট – সেপ্টেম্বর ১৭
২০২৩ এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে: আয়োজক দেশ শ্রীলংকা, পাকিস্তান
কবে শুরু হবে এশিয়া কাপ ২০২৩: ৩১ অগস্ট
কবে অনুষ্ঠিত হবে ফাইনাল: ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে
কোন ফর্ম্যাটে খেলা হবে: এশিয়া কাপ খেলা হবে ওয়ানডে ফর্ম্যাটে।