মোসাদ্দেক, মিরাজ ও আফিফের ব্যাটিং নৈপুণ্যে ১৮৩ রান করলেও এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
Sri Lanka are through to the Super Four phase of #AsiaCup2022 after winning a nail-biter 👏#SLvBAN | #AsiaCup2022 | 📝 Scorecard: https://t.co/pxH6nCOZsp pic.twitter.com/wTDsPa4Yju
— ICC (@ICC) September 1, 2022
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আফিফ হোসেন সর্বোচ্চ ২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা করুণারত্নে ২টি করে উইকেট নেন। ১ উইকেট করে নেন দিলশান মাধুশাঙ্কা, মাহেশ থেকশানা ও আসিথা ফার্নান্দো।
জয়ের জন্য টাইগারদের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে জয়ের জন্য ১৮৪ রান করে লঙ্কানরা। এই জয়ের ফলে এশিয়া কাপের ‘সুপার ফোর’ খেলার টিকিট পেল শ্রীলঙ্কা। অন্যদিকে, দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।
Sri Lanka won by 2 wickets.#BCB | #Cricket | #AsiaCup2022 pic.twitter.com/txCnSTarvD
— Bangladesh Cricket (@BCBtigers) September 1, 2022