আজ এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান সংগ্রহ করে জয় তুলে নেয়।
WHAT A WIN 🤩
Pakistan defeat India by 5️⃣ wickets with just one ball to spare! 🎊💪#AsiaCup2022 | #INDvPAK pic.twitter.com/cvNOwHmHrD
— Pakistan Cricket (@TheRealPCB) September 4, 2022