sri-lanka-win-asia-cup-2022
Photo Credit: ICC/twitter

পাকিস্তানকে হারিয়ে ১৫তম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলংকা। এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠবার এশিয়া কাপের শিরোপা গেল লংকানদের ঘরে। ভারত সর্বোচ্চ সাতবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে।

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে।

পাকিস্তানি অধিনায়ক বাবর আজম টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত করার সিদ্ধান্ত নেন। ভানুকা রাজাপাকসের অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে শ্রীলংকা। রাজাপাকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলংকার দুই পেসার প্রমোদ মধুশান ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বোলিং তোপে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান ২০ ওভারে ১৪৭ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:টস-পাকিস্তান

শ্রীলংকা : ১৭০/৬, ২০ ওভার (রাজাপাকসে ৭১*, হাসারাঙ্গা ৩৬, রউফ ৩/২৯)।

পাকিস্তান : ১৪৭/১০, ২০ ওভার (রিজওয়ান ৫৫, ইফতেখার ৩২, মধুশান ৪/৩৪)।

ফল : শ্রীলংকা ২৩ রানে জয়ী।

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ওয়ানিদু হাসারাঙ্গা

প্লেয়ার অফ দ্য ম্যাচ: ভানুকা রাজাপাকসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here