ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার জোস বাটলারকে ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করেছেন। ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানের স্থলাভিষিক্ত হয়েছেন।
England have named Eoin Morgan's successor 👀
Find out 👇 https://t.co/WvXnFKBfnq
— ICC (@ICC) June 30, 2022
ইয়ন মরগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জোস বাটলার এখন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন।
Captain leader legend. Thanks for everything boss ❤️ pic.twitter.com/U5bMBPbgZI
— Jos Buttler (@josbuttler) June 28, 2022
৩১ বছর বয়সী বাটলার মরগানের সহ-অধিনায়ক ছিলেন এবং পরবর্তীতে তার অনুপস্থিতে নয়টি একদিনের আন্তর্জাতিক এবং পাঁচটি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের হয়ে ১৫১টি ওয়ানডে খেলেছেন এবং ১০টি সেঞ্চুরি সহ ৪,১২০ রান করেছেন। এছাড়া তিনি ৮৮ টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি সহ ২,১৪০ রান করেছেন।
চলতি ৭ জুলাই থেকে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে সহ ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে বাটলারের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে।
এছাড়া চলতি অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড।