tamim-iqbal
Photo Credit: Twitter

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ৫০.২ ওভারে ১৬২ বল খেলে তিনি ১০০ রান করেন। টেস্টের আজ তৃতীয় দিন জয়কে সাথে নিয়ে ব্যাট করতে নামেন এই ওপেনার। টেস্ট ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি।

দেশসেরা ওপেনার এবং বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ২০০৮ সালের জানুয়ারি মাসে ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু করেন।

উল্লেখ্য, গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইংনিস খেলতে নেমে বিনা উইকেটে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৩১ ও তামিম ইকবাল ৩৫ রানে অপরাজিত থাকেন।

প্রথম ডাবল সেঞ্চুরি তামিম ইকবাল: ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন তামিম ইকবাল। এই ইনিংসে ১৭টি চারের পাশাপাশি ৭টি ছক্কার মাধ্যমে ২৭৮টি বল মোকাবেলা করে ২০৬ রানের ইনিংস খেলেন। তার এই সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ।

তামিম ইকবালের দশম সেঞ্চুরি: তামিমের যত সেঞ্চুরিঃ

বছররানবিপক্ষ দল
২০০৯ – জুলাই১২৮
( টেস্টে তামিমের প্রথম সেঞ্চুরি)
ওয়েস্ট ইন্ডিজ
২০১০ – জানুয়ারি১৫১ইন্ডিয়া
২০১০ – মে১০৩ইংল্যান্ড
২০১০ – জুন১০৮ইংল্যান্ড
২০১৪ – নভেম্বর১০৯জিম্বাবুয়ে
২০১৪ – নভেম্বর১০৯জিম্বাবুয়ে
২০১৫ – এপ্রিল২০৬পাকিস্তান
২০১৬ – অক্টোবর১০৪ইংল্যান্ড
২০১৯ – ফেব্রুয়ারী১২৬নিউজিল্যান্ড
২০২২ – মে১৩৩*শ্রীলংকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here