ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে জয় পাওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম ইকবাল লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
এভাবেই আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশের এই ওপেনার ।
২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। তারপর ইনজুরির কারণে আর খেলা হয়নি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি।
২০০৭ সালের ১লা সেপ্টেম্বর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের।
এ পর্যন্ত তিনি ৭৮টি টি-২০ ম্যাচ খেলে ১৭৫৮ রান করেছেন । ২০১৬ সালে ওমানের বিপক্ষে ১০৩ রান করে অপরাজিত থাকেন । এটাই তার একমাত্র সেঞ্চুরি। এছাড়া টি-২০ ফরমেটে ৭টি হাফ সেঞ্চুরি করেন।