kemar-roach
Photo Credit: Twitter/ICC

আজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র চারটি উইকেট। ইনিংস পরাজয় এড়াতে ৪২ রান তুলতে হবে সাকিব আল হাসানের দলকে। কেমার রোচ ও আলজারি জোসেফের তোপে পড়ে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে।

বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া তামিম ইকবাল ৪, মাহমুদুল হাসান জয় ১৩, এনামুল বিজয় ৪, লিটন দাস ১৯, সাকিব আল হাসান ১৬ ।

ক্রিজে নুরুল হাসান সোহান ১৬ রান ও মেহেদী মিরাজ ০ নিয়ে অপরাজিত আছেন। এছাড়া আছেন আছেন তিন পেসার খালেদ আহমেদ, এবাদত হোসেন আর শরীফুল ইসলাম।

বল হাতে স্বাগতিকদের কেমার রোচ ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া ২ উইকেট জোসেফ ও জয়ডেন সিলস নেন ১ উইকেট।

এর আগে স্বাগতিকরা কাইল মেয়ার্সের ১৪৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা।

অন্যদিকে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ২৩৪ রানে। লিটন দাস (৫৩) এবং তামিম ইকবাল (৪৬) ছাড়া অন্য কোন ব্যাটসম্যান তেমন রান করতে পারেননি। আধিনায়ক শাকিব আল হাসান ৮ রান করে আউট হন।