তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে অফ স্পিনার মোসাদ্দেকের ঘূর্ণি বলে বাংলাদেশ ৭ উইকেটে জিম্বাবুয়েকে হারাল।
Bangladesh roar back into the T20I series with a dominating win over Zimbabwe 💥
Watch all the #ZIMvBAN matches on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺 | 📝 Scorecard: https://t.co/S314Kiw0GZ pic.twitter.com/lKxrD45MhL
— ICC (@ICC) July 31, 2022
রোববার হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে। ব্যাট হাতে জিম্বাবুয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন সিকান্দার রাজা। ৫৩ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কা দিয়ে তিনি এই রান করেন।
বল হাতে বাংলাদেশের অফ স্পিনার মোসাদ্দেক আজকের ম্যাচে নির্ধারিত ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। তার এই দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
A sensational spell from Mosaddek Hossain ✨
Watch all the #ZIMvBAN matches on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺 | 📝 Scorecard: https://t.co/S314Kiw0GZ pic.twitter.com/XlukB5ASn0
— ICC (@ICC) July 31, 2022
১৩৬ রানের লক্ষ্য খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৩৬ রান সংগ্রহ করে জয় তুলে নেয়। ব্যাট হাতে লিটন দাস ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন। এর মধ্যে ছিল ছয়টি বাউন্ডারি ও দুটি ছক্কা। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে এসেছে ১৬ রান।এ ছাড়া আফিফ হোসেন করেছেন ৩০ রান ও শান্ত করেছেন ১৯ রান করে অপরাজিত ছিলেন।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা হল। আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।