ডারবেন টেস্টে জিততে হলে বাংলাদেশকে ২৭৪ রান করতে হবে। ইতিমধ্যে চতুর্থ দিন শেষে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। আগামীকাল পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে জিততে হলে ৭ উইকেটে ২৬৩ রান করতে হবে।
South Africa set Bangladesh 274 to win the 1st Test.
Duanne Olivier is the last man to fall as the hosts are bowled out. #WTC23 | #SAvBAN | https://t.co/cUjJUjqkxC pic.twitter.com/cPUl9IEZcx
— ICC (@ICC) April 3, 2022
আম্পায়ারিং নিয়ে মোটেও সন্তুস্ট নন সাকিব আল হাসানঃ তবে, ডারবানের কিংসমিডের প্রথম টেস্ট ম্যাচের আম্পায়ারিং নিয়ে মোটেও সন্তুস্ট নন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে তিনি আইসিসিকে নিরপেক্ষ আম্পায়ারের কথা বলেছেন ।
I think it’s time for #Icc to back to neutral umpires as covid situation is ok in most cricket playing countries. #SAvBAN
— Shakib Al Hasan (@Sah75official) April 3, 2022
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ার দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও মারাইস ইরাসমস। টিভি ও রিজার্ভ আম্পায়ারও দক্ষিণ আফ্রিকার। তবে ম্যাচ রেফারি শুধুমাত্র জিম্বাবুয়ের।
স্বাগতিক এই দুই অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে আজ চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে অলআউট করে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে ভাল রান করেন এলগার । তাসকিনের বলে আউট হওয়ার আগে ৭টি চারে ১০২ বলে ৬৪ রান করেন তিনি। এছাড়া ৩৬ রান করেন পিটারসেন ও ৩৯ রানে অপরাজিত থাকেন রিকেলটন।
বল হাতে বাংলাদেশের মিরাজ ৮৫ রানে ও এবাদত ৪০ রানে ৩টি করে উইকেট নেন। ইনজুরি নিয়ে তাসকিন এই ইনিংসে বল হাতে ২৪ রানে ২ উইকেট নেন।
২৭৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ওভারে হার্মারের বলে ক্যাচ তুলে দিয়ে কোন রান না করেই আউট হন সাদমান ইসলাম। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে ৪ রান করে মহারাজের বলে আউট হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জয়। মাত্র ৪ বলে পরেই একই ওভারে মাত্র ২ রান করে আউট হন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।
মহারাজের জোড়া আঘাতে বেসামাল হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। এরপর শান্ত ও মুশফিক জুটি বেঁধে রানের খাতা খুলতে থাকে। কিন্তু মাত্র ৭ বল খেলার পর আলো-স্বল্পতায় বন্ধ হয় চতুর্থ দিনের খেলা। দিন শেষে শান্ত ৫ ও মুশফিক শূন্য রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার মহারাজ দুইটি ও হার্মার ১ উইকেট নেন।
1st test, Stumps day 4: Bangladesh need 263 runs to win.#BCB #cricket #SAvBAN pic.twitter.com/3iEQyNoCjQ
— Bangladesh Cricket (@BCBtigers) April 3, 2022