পোর্ট অব এলিজাবেথে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে জিততে হলে ৪১৩ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
South Africa are firmly in the box seat at stumps on day three 🙌#SAvBAN | #WTC23 | https://t.co/I6yzFv3Y8M pic.twitter.com/bfBQSdYSMQ
— ICC (@ICC) April 10, 2022
বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে। তাই জিততে হলে ৭ উইকেটে বাংলাদেশকে তুলতে হবে আরও ৩৮৬ রান।
প্রথমেই মহারাজার বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান জয়, এরপর শান্ত ৭ রানে ও তামিম ইকবাল সিমন হারমেরের বলে আউট হন। ২২ বলে ৫ রান করে অধিনায়ক মুমিনুল হক অপরাজিত আছেন।
স্বাগতিকদের মধ্যে বল হাতে ২ উইকেট শিকার করেছেন কেশভ মহারাজ। বাকি ১ উইকেট নিয়েছেন সিমন হারমের।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৫৩ রান। বল হাতে ১৩৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বলার হিসাবে ৩৬তম টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এরপর টাইগাররা তাদের প্রথম ইনিংস ২১৭ রানে গুটিয়ে যায়। ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার ছিল ২৫৩ রান। কিন্তু ৩৬ রান আগেই গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস।
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ উইকেটে ১৭৬ রান করে ডিক্লিয়ার করে।