আজ ম্যাচ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করত বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের স্পিন বোলিংয়ে হেরে গেল বাংলাদেশ ।
☝️Ajaz Patel – 4/16
☝️Cole McConchie – 3/15New Zealand bowl out Bangladesh for 76 and register a 52-run victory in the third T20I 🎉#BANvNZ | https://t.co/YGvYDR2MaW pic.twitter.com/93ktJWP155
— ICC (@ICC) September 5, 2021
আজ রোববার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করলো কিউইরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড। সফরকারী দলের পক্ষে নিকোলস সর্বোচ্চ ২৯ বলে তিন চারে ৩৬ রান করেন । অন্যদিকে ৩০ বলে তিন চারে ৩০ রানে ব্লান্ডেল থাকেন অপরাজিত।
৪ ওভারে ২৮ রানে দুটি উইকেট নেন সাইফউদ্দিন। মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও মেহেদী একটি করে উইকেট নেন ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে জবাবে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর । এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই কলকাতায় ৭০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
তবে আজকের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ২৩ রানে লিটনের প্রথম উইকেট পতনের পর দলীয় ৫০ রান রান না পেরোতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ।
এর মধ্যে রানের খাতাই খুলতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । দলের পক্ষে ৩৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ৪ ওভারে ১৬ রানে চার উইকেট নেন আজাজ প্যাটেল। ১৫ রানে তিন উইকেট নেন ম্যাককঞ্চি। রবীন্দ্র, গ্রান্ডহোম ও স্কট নেন একটি করে উইকেট।
আজ ম্যাচ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করত বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের স্পিন বোলিংয়ে হেরে গেল বাংলাদেশ ।
আজ রোববার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করলো কিউইরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড। সফরকারী দলের পক্ষে নিকোলস সর্বোচ্চ ২৯ বলে তিন চারে ৩৬ রান করেন । অন্যদিকে ৩০ বলে তিন চারে ৩০ রানে ব্লান্ডেল থাকেন অপরাজিত।
৪ ওভারে ২৮ রানে দুটি উইকেট নেন সাইফউদ্দিন। মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও মেহেদী একটি করে উইকেট নেন ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে জবাবে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর । এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই কলকাতায় ৭০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
তবে আজকের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ২৩ রানে লিটনের প্রথম উইকেট পতনের পর দলীয় ৫০ রান রান না পেরোতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ।
এর মধ্যে রানের খাতাই খুলতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । দলের পক্ষে ৩৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ৪ ওভারে ১৬ রানে চার উইকেট নেন আজাজ প্যাটেল। ১৫ রানে তিন উইকেট নেন ম্যাককঞ্চি। রবীন্দ্র, গ্রান্ডহোম ও স্কট নেন একটি করে উইকেট।