আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই টেস্টের সিরিজ খেলতে ২০২২ সালের মে মাসে বাংলাদেশ সফর করবে। বিষয়টি নিচ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
Sri Lanka National Team will tour Bangladesh during the month of May 2022 to take part in a 02 match test series.
The series will be played under the ICC World Test Championship. #BANvSL ITINERARY ⬇️https://t.co/WSgEcB9jjh
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) March 31, 2022
শ্রীলঙ্কা ক্রিকেট দলটি ৮ মে বাংলাদেশে আসবে এবং নামার তিন দিন পর চট্টগ্রামে দুদিনের অনুশীলন ম্যাচ খেলবে।
এরপর ১৫ মে থেকে ১৯ মে এর মধ্যে চট্টগ্রামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং খেলোয়াড়রা দ্বিতীয় টেস্টের জন্য ঢাকায় চলে যাবে, যা ২৩শে মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে ।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশ এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে। যার মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। বাকি ১৭টিতেই হার, আর ৪টি ম্যাচ ড্র হয়েছে ।
উল্লেখ্য এর আগে গত বছর এপ্রিল-মে মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছিল। যার মধ্যে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্ট ২০৯ রানে হেরে যায় বাংলাদেশ।
এক নজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্ট সিরিজের সময়সূচি ২০২২, সময়, তারিখ:
১১-১২ মে ২০২২, দুই দিনের প্রস্তুতি ম্যাচ, চট্টগ্রাম (এমএ আজিজ স্টেডিয়াম)।
১৫-১৯ মে ২০২২, প্রথম টেস্ট, চট্টগ্রাম।
২৩-২৭ মে ২০২২, দ্বিতীয় টেস্ট, মিরপুর।
বাংলাদেশ ক্রিকেট, শ্রীলঙ্কা ক্রিকেট, বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ