চলতি টেস্ট সিরিজে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে রান সংগ্রহ করে ৩৬৫ রান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুশফিকুর রহিমের অপারজিত ১৭৫।
Mushfiqur Rahim is left stranded on 175 as Sri Lanka wrap up the Bangladesh innings quickly after lunch.#WTC23 | #BANvSL | https://t.co/ShWF8518Jv pic.twitter.com/YzcJL1QCcI
— ICC (@ICC) May 24, 2022
এর আগে শ্রীলংকার বিপক্ষে ২৯১ বলে ১৯ চারে দেড়শতে পৌঁছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম দেড়শ ছাড়ানো ইনিংস।
এর আগে গতকাল প্রথম দিন বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল। টেস্ট ক্যারিয়ারের মুশফিক ১১৫ রান করে নবম সেঞ্চুরি করেন ও ১৩৫ রান করে ক্যারিয়ার সেরা তৃতীয় সেঞ্চুরি করেন লিটন দাস।
বল হাতে শ্রীলংকার পেসার কাসুন রাজিথা ৫ ইউকেট ও আসিথা ফার্নান্দো ৪ উইকেট নিয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যেকার চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ড্র হয়েছিল।
বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্ট একাদশঃ
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: ওশাডা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুশন মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্ডিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াবিক্রমা, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা।