অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে আনুষ্ঠানিক বিদায় জানাবেন তিনি এই ফরমেটকে।
One of Australia's best! Well played Aaron Finch 👏
The Aussie skipper will retire from ODIs after Sunday's match against NZ in Cairns: https://t.co/0zRfEn5nEO pic.twitter.com/olmM9FGECT
— cricket.com.au (@cricketcomau) September 10, 2022
ফিঞ্চ ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন।
তবে, ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও চলতি বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়ক করা হয়েছে ফিঞ্চকে। ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল।
ফিঞ্চের অবসরের কারণ মনে করা হচ্ছে ওয়ানডেতে খারাপ পারফরম্যান্স। ওয়ানডেতে তার সাম্প্রতিক ফর্মের কারণে দলে ফিঞ্চের খেলা নিয়ে প্রশ্ন ছিল, কারণ ২০২২ সালে তার গড় ছিল মাত্র ১৩।
আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি হবে ফিঞ্চের শেষ ওয়ানডে ম্যাচ। এটি তার ক্যারিয়ারের ১৪৬তম ওডিআই ম্যাচও।
এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডেতে দলের অধিনায়কত্ব করেছেন তিনি। ওয়ানডেতে তার ১৭টি সেঞ্চুরি রয়েছে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ১৫৩*, গড় ছিল ৩৯.১৩। তার থেকে এগিয়ে আছেন শুধু রিকি পন্টিং (২৯ সেঞ্চুরি), ডেভিড ওয়ার্নার এবং মার্ক ওয়াহ (১৮ সেঞ্চুরি)।