টেস্ট ক্রিকেট থেকে থেকে অবসর নেওয়ার কথা বলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। দেশের মাটিতে ২০২৪ সালের জানুয়ারিতে সিডনি ক্রিকেট মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি হবে তার শেষ টেস্ট।
David Warner thinks the World Test Championship final should be a three-match series instead of a one-off game – do you agree? #WTC23 #WTCFinal pic.twitter.com/2DMZUANOEp
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 3, 2023
ভারতের বিপক্ষে ওভালে ৭ জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বেকেনহ্যামে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে নিজের অবসর নেয়ার কথা জানান। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
এর আগে গত বছর নভেম্বরে তিনি বলেছিলেন যে, ২০২৩ সালের আসেজ সিরিজের পর তিনি টেস্ট ম্যাচ থেকে অবসর নিতে চান।
তবে, ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেছেন যে, ‘যদি আমার ভালো ফর্ম অব্যাহত থাকে এবং আমি ২০২৪ সালের জুন-জুলাইতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাই, তাহলে এটাই হবে আমার শেষ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর, আমি হয়তো আইপিএল এবং বিবিএলের মতো ক্রিকেট লিগে খেলা চালিয়ে যেতে পারি।’
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে।
২০১১ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেক হওয়া এই ব্যাটসম্যানের দেশের হয়ে এখন পর্যন্ত ১০৩টি টেস্ট খেলে ৮১৫৮ রান করেছেন। এর মধ্যে ২৫টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।