আসন্ন আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা করে নিয়েছেন ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার।সোমবার সন্ধ্যায় ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ ও ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজটি।
সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার। তিনি ৬টি ম্যাচ খেলে ১৭৮ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন একটি। তার ব্যাটিং গড় ছিল ১৫২.১৩।
এছাড়াও মুশফিক ও লিটনের পাশাপাশি দলে ফিরেছেন সাকিব আল হাসান। চোটের কারণে তারা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির রাব্বি।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলি চৌধুরি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ।