আফগান বোলারদের নৈপুণ্যে আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হেরে গেল । এর ফলে ১-১ সমতায় টি-টোয়েন্টি সিরিজ শেষ হল।
Afghanistan won by 8 wickets and draw the 2-match T20i series by 1-1.#BANvAFG pic.twitter.com/UiqDYupBdF
— Bangladesh Cricket (@BCBtigers) March 5, 2022
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই ইনিংসের দ্বিতীয় ওভারে চতুর্থ বলে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবির করা বলে শরফুদ্দিন আশরাফকে ক্যাচ দিয়ে ৪ রান করে আউট হন মুনিম শাহরিয়ার। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে ১৩ রান করে আউট হন লিটন দাস।
আজ মুশফিকুর রহিম নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন । এছাড়া মাহমুদুল্লাহ ১৫তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেন । তিনি ২১ রান করে সাজঘরে ফিরে যান।
এছাড়া দলের অন্য ব্যাটসম্যানরা কেও ভাল রান করতে পারেনি। নাসুম ৫ ও ফিজ ৬ রানে অপরাজিত ছিলেন। বল হাতে আফগানিস্তানের ফারুকি ও ওমরজাই ৩টি করে উইকেট নেন।
জবাবে ১৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে সিরিজে সমতা আনল আফগানিস্তান।
ফল: আফগানিস্তান ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: আজমতুল্লাহ ওমরজাই(আফগানিস্তান)
সিরিজ সেরা:ফজলহক ফারুকি(আফগানিস্তান)
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা।