মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২১ সালে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে । সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে বাংলাদেশ তিনটি ম্যাটই খেলবে ওমানে। ১৭ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
খেলার আরও খবর:
- কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবলের সময়সূচি, কবে, কখন, কোন ম্যাচ হবে
- ২০২১ সালের খেলার সব ইভেন্ট: কোথায়, কখন, কোন খেলা হবে
- ২০২১ সালে বাংলাদেশের সব ক্রিকেট ম্যাচের সময়সূচি
বৃহস্পতিবার পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভে বাংলাদেশ পাচ্ছে – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে।
অন্যদিকে প্রথম পর্ব থেকে এরমধ্যেই সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও অনেকটাই নিশ্চিত। তাই ২৪ অক্টোবর বিকেল চারটায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে টাইগাররা ।
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ – ফলাফল | ভেন্যু |
২৪ অক্টোবর | বিকেল ৪টা | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ৫ উইকেটে জয় | শারজাহ |
২৭ অক্টোবর | বিকেল ৪টা | বাংলাদেশ বনাম ইংল্যান্ড ইংল্যান্ডের ৮ উইকেটে জয় | আবুধাবি |
২৯ অক্টোবর | বিকেল ৪টা | বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয় | শারজাহ |
২ নভেম্বর | বিকেল ৪টা | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে জয় | আবুধাবি |
৪ নভেম্বর | বিকেল ৪টা | বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ৩ উইকেটে জয় | দুবাই |
প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ – ফলাফল | ভেন্যু |
১৭ অক্টোবর | বিকেল ৪টা | ওমান – পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমানের ১০ উইকেটে জয় | মুসকাট, ওমান |
১৭ অক্টোবর | রাত ৮টা | বাংলাদেশ– স্কটল্যান্ড বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের ৬ রানে জয় | মুসকাট, ওমান |
১৮ অক্টোবর | বিকেল ৪টা | আয়ারল্যান্ড- নেদারল্যান্ড নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের ৭ উইকেটে জয় | আবু ধাবি |
১৮ অক্টোবর | রাত ৮টা | শ্রীলঙ্কা-নামিবিয়া নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ৭ উইকেটে জয় | আবু ধাবি |
১৯ অক্টোবর | বিকেল ৪টা | স্কটল্যান্ড- পাপুয়া নিউগিনি | মুসকাট, ওমান |
১৯ অক্টোবর | রাত ৮টা | ওমান–বাংলাদেশ ওমানের বিপক্ষে বাংলাদেশের ২৬ রানে জয় | মুসকাট, ওমান |
২০ অক্টোবর | বিকেল ৪টা | নামিবিয়া-নেদারল্যান্ড নেদারল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ৬ উইকেটে জয় | আবু ধাবি |
২০ অক্টোবর | রাত ৮টা | শ্রীলঙ্কা- আয়ারল্যান্ড | আবু ধাবি |
২১ অক্টোবর | বিকেল ৪টা | বাংলাদেশ– পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের ৮৪ রানে জয় | মুসকাট, ওমান |
২১ অক্টোবর | রাত ৮টা | ওমান-স্কটল্যান্ড ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের ৮ উইকেটে জয় | মুসকাট, ওমান |
২২ অক্টোবর | বিকেল ৪টা | নামিবিয়া – আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ৮ উইকেটে জয় | শারজাহ |
২২ অক্টোবর | রাত ৮টা | শ্রীলঙ্কা- নেদারল্যান্ড নেদারল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার ৮ উইকেটে জয় | শারজাহ |
সুপার টুয়েলভ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কখন, টি-২০ বিশ্বকাপ, খেলার ফলাফল, বাংলাদেশ ক্রিকেট