আসন্ন নিউজিল্যান্ড বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও বিপ্লব, তবে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
ম্যাচের আরও খবরঃ
- বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলার তারিখ ও সময়সূচি
- বাংলাদেশ ক্রিকেট দলের ২০২১ সালের সময়সুচি
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ১ সেপ্টেম্বর। পরেরটি ৩ সেপ্টেম্বর। শেষ তিনটি যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই একই ভেন্যুতে শুরু হবে বিকাল ৪টায় ।
১৯ সদস্যের দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।