বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আজ দুপুর ১২ টায় ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। জৈব-সুরক্ষা নিয়ম অনুসারে আগামী তিন দিন টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে তারা।
আজ ১৩ জনের স্কোয়াড নিয়ে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড। ব্যাটসম্যান ফিন অ্যালেন এবং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম গত শুক্রবার ঢাকায় আসেন। তবে, কোভিড পজিটিভ হয়েছেন বাংলাদেশ সফরে আসা নিউ জিল্যান্ড দলের ব্যাটসম্যান ফিন অ্যালেন।
২০১৩ সালের পর নিউজিল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর হলেও এরমধ্যেই তিনবার নিউজিল্যান্ড সফর করেছে টাইগাররা। নিউ জিল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলে সবগুলোই হেরেছে বাংলাদেশ। নিজেদের মাঠে একমাত্র ম্যাচটি ছিল ২০১৩ সালে, যেটিতে বাংলাদেশ হেরেছিল ১৫ রানে।
আগামী ১লা সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সবকটি ম্যাচ বিকেল ৪টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।