টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হেরে গেল বাংলাদেশ । এর আগে গত মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেট হেরে যায় বাংলাদেশ ।
Bangladesh lost the second and final warm up match against Ireland by 33 runs.#T20WorldCup2021 pic.twitter.com/sVmsulEsdR
— Bangladesh Cricket (@BCBtigers) October 14, 2021
টসে জিতে প্রথমে ব্যাটিং করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস করেছেন গ্যারেথ ডিলানি। এছাড়া হ্যারি টেক্টর ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। পল স্টার্লিং করেন ১৬ বলে ২২ রান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২টি ও নাসুম আহমেদ ১টি উইকেট নেন।
১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন নুরুল হাসান সোহান ও সৌম সরকারের ব্যাট থেকে আসে ৩৭ রান।
ম্যাচের শেষদিকে তাসকিন আহমেদ ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস ১৪৪ রানে থেমে যায়।