মুশফিক-লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ফলে চট্টগ্রাম টেস্টে দিন শেষে ব্যাট বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে অপরাজিত আছেন লিটন দাস। তার নামের পাশে নট আউট ১১৩। মুশফিক ৮২ রানে অপরাজিত।
Stumps, Day 1.#BANvPAK pic.twitter.com/mTAT632lOE
— Bangladesh Cricket (@BCBtigers) November 26, 2021
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ রানে চার উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপদে পড়ে যায় বাংলাদেশ । দলের প্রথম উইকেট ওপেনার সাইফ হাসান ১৪ রান করে আফ্রিদির বলে আবিদ আলীর হাতে ক্যাচ তুলে আউট হন ।
এরপর আরেক ওপেনার সাদমান ইসলামও ১৪ রান করে হাসান আলীর এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে উইকেট হারান। অন্যদিকে দলের প্রয়োজনে অধিনায়ক হিসেবে বড় ইনিংস খেলতে না পেরে মাত্র ৬ রান করে দলীয় ৪৭ রানের মাথায় আউট হন মুমিনুল হক।
অধিনায়কের বিদায়ের পরের ওভারে ৩৭ বলে ২ চারে ১৪ রান ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তখন দলের রান ৪ উইকেটে ৪৯ । সেখান থেকে লিটন ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং দলকে পৌঁছে দেয় এক সম্মাজনক স্কোরে।
বাংলাদেশের বিপক্ষে একটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, ফাহিম আশরাফ ও সাজিদ খান।
আলো স্বল্পতার কারণে ৫ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার ঘোষণা দেন দুই আম্পায়ার।