liton das
Photo credit: BCB

মুশফিক-লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ফলে চট্টগ্রাম টেস্টে দিন শেষে ব্যাট বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে অপরাজিত আছেন লিটন দাস। তার নামের পাশে নট আউট ১১৩। মুশফিক ৮২ রানে অপরাজিত।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ রানে চার উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপদে পড়ে যায় বাংলাদেশ । দলের প্রথম উইকেট ওপেনার সাইফ হাসান ১৪ রান করে আফ্রিদির বলে আবিদ আলীর হাতে ক্যাচ তুলে আউট হন ।

এরপর আরেক ওপেনার সাদমান ইসলামও ১৪ রান করে হাসান আলীর এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে উইকেট হারান। অন্যদিকে দলের প্রয়োজনে অধিনায়ক হিসেবে বড় ইনিংস খেলতে না পেরে মাত্র ৬ রান করে দলীয় ৪৭ রানের মাথায় আউট হন মুমিনুল হক।

অধিনায়কের বিদায়ের পরের ওভারে ৩৭ বলে ২ চারে ১৪ রান ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তখন দলের রান ৪ উইকেটে ৪৯ । সেখান থেকে লিটন ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং দলকে পৌঁছে দেয় এক সম্মাজনক স্কোরে।

বাংলাদেশের বিপক্ষে একটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, ফাহিম আশরাফ ও সাজিদ খান।

আলো স্বল্পতার কারণে ৫ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার ঘোষণা দেন দুই আম্পায়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here