Photo credit: Twitter/ICC

আজ শনিবার (৪ ডিসেম্বর) ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

আজ বাংলাদেশের হয়ে সাদা পোশাকে অভিষেক হচ্ছে মাহমুদুল হাসান জয়ের। সেই সঙ্গে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। তবে পাকিস্তান দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

এছাড়া দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং পেসার আবু জায়েদ রাহির বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন খালেদ হাসান।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমদ, ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলি, সাজিদ খান, নোমান আলি, শাহীন শাহ আফ্রিদি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here