আলো স্বল্পতা ও বৃষ্টির কারনে ৩৮ বল খেলার পর বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টেনে দিলেন আম্পায়াররা।
Only 6.2 overs of play was possible on Day 2 in Dhaka with rain playing spoilsport.#WTC23 | #BANvPAK | https://t.co/sUmFzGtpnF pic.twitter.com/4w3BdEajQE
— ICC (@ICC) December 5, 2021
মিরপুরে ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে পাকিস্তান। আজ ৩৮ বল খেলার পর, পাকিস্তানের স্কোর এখন ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান।
প্রথম দিন দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হন ।
পাকিস্তান ১ম ইনিংস : ৬৩.২ ওভারে ১৮৮/২ (আজহার ৫২*, বাবর ৭১*)