টেস্ট অধিনায়ক মুমিনুলের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল।
সেখানে পৌঁছানোর পর ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল।
টেস্ট সিরিজের সূচি অনুযায়ী আগামী ১ জানুয়ারি তরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলবে মুমিনুলের দল।
আঙুলের চোটের কারণে এই সফরে নেই তামিম ইকবাল । এরপর সাকিব আল হাসান বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন। এর আগে গত ৪ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।