মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির সুবাদে ডারবান টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৯৮ রানে অল আউট হয়। আগের দিনের ৪ উইকেটে ৯৮ রান নিয়ে শনিবার খেলতে নামে বাংলাদেশ। জয় ৩২৬ বলে ১২৭ রান করেন। টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে এটাই বলার মতো একমাত্র ইনিংস। এছাড়া লিটন দাস ৪১ ও শান্ত ৩৮ রান করেন ।
বল হাতে দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ১০৩ রানে পেয়েছেন ৪ উইকেট। লিজাড উইলিয়ামস ৩ উইকেট। আর একটি করে উইকেট শিকার ডুয়ান ওলিভিয়ের ও উইয়ান মুল্ডারের।
৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রোটিয়ারা। এরপর ৪ ওভারে বিনা উইকেটে ৬ রান তুলতেই বৃষ্টি শুরু হলে শেষ হয় তৃতীয় দিনের খেলা। সরেল এরউই ও ডিন এলগার দুজনই ৩ রান করে অপরাজিত রয়েছেন। ৭৫ রানের লিড নিয়ে স্বাগতিকরা আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করেবন।
1st test, Stumps day 3: South Africa lead by 75 runs.#BCB #cricket #SAvBAN pic.twitter.com/7Af1Xl43fP
— Bangladesh Cricket (@BCBtigers) April 2, 2022