নাঈম হাসানের ক্যারিয়ার সেরা বোলিং: ৩০ ওভার ৪ মেডেন ১০৫ রান ৬ উইকেট! ১৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই চম দেখালেন ২২ বছর বয়সী নাঈম ইসলাম। বল হাতে সর্বোচ্চ ৬টি উইকেট নেন নাঈম হাসান। ৩০ ওভার বল করে ১০৫ রানে তিনি এই উইকেট নেন।
Career-best figures for Nayeem Hasan 👏
What a performance 🙌 #WTC23 | #BANvSL | https://t.co/nDHiGIwALx pic.twitter.com/Z4byTjlWNC
— ICC (@ICC) May 16, 2022
তার এই বোলিংয়ের গুরুত্বপূর্ণ দিক ছিল ম্যাথুজকে ১৯৯ রানে আউট করা। এর আগে ম্যাচের প্রথম দিন ১৬ ওভারে ৭১ রানে ২ উইকেট নেন নাইম। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
শ্রীলংকার শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম।
টেস্টে নাঈম হাসানের অভিষেক: মাত্র ১৭ বছর ৩৫৫ দিন বয়সে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন নাঈম হাসান।
টেস্টে বাংলাদেশে সবচেয়ে কম বয়সী বোলার হিসাবে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ১৪ ওভার বল করে ৬১ রানে ৫ উইকেট শিকার করে নতুন রেকর্ড করেন ডান হাতি এই স্পিনার। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাইম।