টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি করলেন ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চলমান শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম টেস্টে ৪টি চারের সাহায্যে এই রান করেন।
5000 Test runs ✅
8th Test century ✅What a knock from Mushfiqur Rahim 🙌#WTC23 | #BANvSL | https://t.co/nDHiGIx8B5 pic.twitter.com/qYDYUj7ya3
— ICC (@ICC) May 18, 2022
এর আগে ১২৪ বলে ২টি চারে ২৬তম টেস্ট ফিফটি করে মুশফিক। এটি ২৬তম টেস্ট ফিফটি, বাংলাদেশের হয়ে যা সাকিব আল হাসানের সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩১৮ রান।মুশফিক-লিটন যথাক্রমে ৫৩ ও ৫৪ রান নিয়ে অপরাজিত ছিলেন।
আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের ১২৩তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে দুই রান নিয়ে এই পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিক।
টেস্টে মুশফিকের রহিমের ৫ হাজার রান: অন্যদিকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৮১টি ম্যাচ খেলে ১৪৯তম ইনিংসে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন এই বাংলাদেশি ব্যাটার।
মুশফিকের পরেই পাঁচ হাজার রানের কাছাকাছি রয়েছে তামিম। টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করতে তামিমকে করতে হবে আরও ১৯ রান। এছাড়াও ৪০২৯ ও ৩৫১৬ রান নিয়ে এই ফরম্যাটে ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৬ মে, মাত্র ১৭ বছর ৩৫১ দিন বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকের।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান কার: আজ পর্যন্ত ( ১৮মে, ২০২২) টেস্ট ক্রিকেটে বাংলাদেশে সর্বোচ্চ রান করেছে মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কেঃ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ২০১৮ সালের ১১ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯* রানে অপরাজিত থাকেন।