BCB

আগে থেকেই জানা গিয়েছিল যে, আঙুলের চোটের কারণে শরীফুল ইসলাম দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না। অন্যদিকে একই কারণে চলতি টেস্ট সিরিজে খেলা হল না মেহেদী হাসান মিরাজের।

সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে ইনজুরির কারণে আগের ১৭ জনের দল থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। এছাড়া প্রথম টেস্টের সবাই আছেন মিরপুর টেস্টের দলে।

আগামী ২৩শে মে থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

হাতের ইনজুরিতে শরিফুল ইসলামঃ শ্রীলংকা সিরিজে দ্বিতীয় টেস্টে দলে নেই

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে জানান, শরিফুল যে চোট পেয়েছে তাতে ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। ২১ দিন পর ব্যান্ডেজ খোলা হবে।

বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭.৩ ওভারে কাসুন রাজিথার বলে ডান হাতে চোট পান শরিফুল। এরপরও তাইজুলকে সাথে নিয়ে খেলা চালিয়ে যান তিনি। এরপর ১৬৯.২ ওভারে তাইজুল আউট হওয়ার পর খালেদকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন। কিন্তু ব্যথা বাড়তে থাকলে ১৭১তম ওভারের প্রথম বলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড:

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here