আঙুলের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের অফ-স্পিনার নাঈম হাসান।
More injury news for Bangladesh as off-spinner is ruled out of the second Test against Sri Lanka.
Details ⬇️#WTC23 | #BANvSL https://t.co/NKVuqFLEmf
— ICC (@ICC) May 21, 2022
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন বোলিংয়ের সময় নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান তিনি। ম্যাচ শেষে এক্স-রে করা হয় নাইমের আঙুলের। পরীক্ষায় তার আঙুলে চিড় ধরা পড়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফিজিও দেবাশিষ চৌধুরী জানিয়েছে, আঙুলের চোট সারতে নাঈমের এক মাসের মতো সময় লাগবে। তাই শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার আর খেলা হবে না। পুরোপুরি ভাল না হলে জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে নাও থাকতে পারেন নাঈম।
১৫ মাস পর ফিরে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন এ তরুণ অফস্পিনার।