মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ICC Men's T20 World Cup 2022: Bangladesh Squad.#BCB | #Cricket pic.twitter.com/ROiQJnvHNZ
— Bangladesh Cricket (@BCBtigers) September 14, 2022
আজ বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিশ্বকাপের এই দল ঘোষণা করেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার।