থাইল্যান্ডকে সেমিফাইনালে ১১ রানের হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩- এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু তাই নিয়ে, বাংলাদেশই প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করলো।
ICC Women's T20 World Cup Qualifier: Bangladesh Women's team won by 11 runs.#BCB | #BANvTHA | #IWC pic.twitter.com/9TDcPq0eOh
— Bangladesh Cricket (@BCBtigers) September 23, 2022
বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বে বাংলাদেশ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র নারী দলকে হারিয়েছে।
দুবাইয়ে আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাই অধিনায়ক চাইহুয়াই। মুর্শিদা খাতুন ২৬, রুমানা আহমেদের ২৪ বলে ২৮ আর রিতুর ১০ বলে ১৭ রানে অনেক কষ্টে বাংলাদেশ ১১৩ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ে কোণঠাসা হয়ে থাইল্যান্ড ১৩ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। শেষ পর্যন্ত থাইল্যান্ডের দল ১০২/৬ স্কোর করতে সক্ষম হয়। সেমিফাইনালের ম্যাচটি বাংলাদেশ ১১ রানে জিতে যায়। সালমা খাতুন ১৮ রানে তিন উইকেট ও মাত্র ৭ রানে দুই উইকেট নেন সানজিদা।
উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ২৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, আর তৃতীয় স্থানের জন্য থাইল্যান্ড লড়াই করবে জিম্বাবুয়ের বিপক্ষে ।