আজ পঞ্চম দিনে সহজেই ৮ উইকেটে চট্টগ্রাম টেস্ট জিতে নিল পাকিস্তান। এই জয়ের ফলে দুই টেস্ট সিরিজে সফরকারী দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে ।
Pakistan win the first #BANvPAK Test by eight wickets and go 1-0 up in the series 👏#WTC23 | #BANvPAK | https://t.co/hbmOHaPGpw pic.twitter.com/LOaU5nRpAn
— ICC (@ICC) November 30, 2021
শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান। হাতে ছিল ১০ উইকেট । জয়ের জন্য খেলতে নেমে দুই ওপেনার সাবধানী হলেও মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ৭৩ রান করে আউট হন আব্দুল্লাহ শফিক।
এরপর দলীয় ১৭১ রানের মাথায় তাইজুলের বলে ৯১ রান করে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন আবিদ আলি। দুই উইকসেট হারানোর পর ম্যাচের শেষ পর্যন্ত অধিনায়ক বাবর আজম ও আজহার আলী দলকে জিতিয়ে মাঠ ছাড়েন । বাবর আজম ২৫ বলে ১৩ রান ও আজাহার ৪৯ বলে ২৪ রান করে থাকেন অপরাজিত।
এর আগে বাংলাদেশ টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করে ৩৩০ রান করেছিল। জবাবে পাকিস্তান তাইজুলের বোলিংয়ের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে ২৮৬ রান করে অল আউট হয়ে যায় ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে স্বাগতিকরা অল আউট হয় মাত্র ১৫৭ রানে। জয়ের জন্য পাকিস্তানের টার্গেট দাড়ায় ২০২ রান। সে লক্ষ্যে খেলতে নেমে
চতুর্থ দিন শেষে বিনা উইকেটে পাকিস্তান করেছিল ১০৯ রান।
আগামী ৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
১৩৩ ও ৯১ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন আবিদ আলি ।