west indies
Photo Credit: Twitter

ব্যাটিং ব্যর্থতার মধ্যে দিয়ে অ্যান্টিগা টেস্টে প্রথম দিন কাটাল বাংলাদেশের। প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১০৩ রানে অল আউট হয়ে যায়। ৬ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসান হাফ সেঞ্চুরি করেন।

অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৪৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ৯৫ রান করেছে।

স্বাগতিকরদের অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েট ৪২ এবং এনক্রুমার বোনার ১২ রান নিয়ে ক্রিজে থেকে প্রথম দিনের খেলা শেষ করেন। বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ও এবাদত একটি করে উইকেট নেন।

এছাড়া বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন । এর আগে বাংলাদেশের ৫ হাজার রান করেন বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আজ অ্যান্টিগায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৫ হাজার রানের জন্য তামিমের প্রয়োজন ছিল মাত্র ১৯ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here