ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের ফলে বাংলাদেশ ১০ উইকেট হারিয়ে ১০৩ রান করে।
Bangladesh's six ducks earlier today are the joint-most in a Test innings #WIvBAN
They also had as many 0s in the first innings of their previous Test
Full list ▶️ https://t.co/nS3jA3vZHA pic.twitter.com/1W0BYuWxGN
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 16, 2022
বৃহস্পতিবার অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৫ ওভারে ৪৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারি দল। বাংলাদেশের পক্ষে সাকিব ৫১, তামিমের ব্যাট থেকে আসে ২৯ রান, এছাড়া লিটন ১২, মিরাজ ২ এবাদত ৩ রান করেন। দলের ছয় ব্যাটসম্যান কোনো রান না করেই শূন্য রানে ফিরে যান।
১/১(০.২) – প্রথমে ব্যাটিং করতে নেমেই ইনিংসের দ্বিতীয় বলে ক্যারিবীয় তারকা পেসার কেমার রোচের বলে স্লিপে বোনারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
৩/২ (৩.২) – এরপর আবারও কেমার রোচ তৃতীয় ওভারে বোলিং করতে এসেই প্রথম বলে নাজমুল হোসেন শান্তকে বোল্ড করে সাজ ঘরে পাঠান। অফ স্টাম্পের বল নাজমুল এগিয়ে এসে ডেলিভারি করতে গিয়ে বলটি ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে স্ট্যাম্পে আঘাত করে।
১৬/৩ (৫.১) – মাত্র ৬ বল খেলে শূন্য রানে হলেন আউট হলেন সদ্য সাবেক হওয়া অধিনায়ক মুমিনুল হক সৌরভ। ২০ বছর বয়সী ক্যারিবীয় তরুণ পেসার জেইডেন সিলসের বলে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ব্ল্যাকউডের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ।
৪৫/৬ (১৪.৬) – এরপর উইকেট রক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানের আউট। অনেক বাইরের বল শট না খেলে ছেড়ে দিলে বল বাঁক নিয়ে ভেতরের দিকে ঢুকে প্যাডে লাগলে রিভিউ নিয়ে দেখেন এলবিডব্লিউ।
৮১/৮ (২৭.৪) – কট বিহাইন্ড হয়ে যান মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের শট ব্যাটের ভিতরে দিকে লেগে বল উইকেট কিপার জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ বন্দি হয়।
১০৩/১০ (৩২.৫) – সর্বশেষ শূন্য রানে আউট হন খালিদ আহমেদ। আলজারি জোসেফের বলে শট খেলতে গিয়ে স্লিপে এনক্রুমা বোনারের হাতে ক্যাচ তুলে আউট বাংলাদেশের এই তরুণ মিডিয়াম পেসার ।
10/1
16/2
18/3
18/4
18/5
34/6
34/7
35/8
35/9
43 ALL OUTBangladesh's lowest Test total https://t.co/TuBtHa004z #WIvBAN
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 4, 2018
এর আগে ২০১৮ সালের ৪ জুলাই নর্থ সাউন্ড মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮.৪ ওভারে ৪৩ রানে গুটিয়ে যায়। তবে, তখন ৪ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।