ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটন কুমার দাস ও তামিম ইকবালের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করেছে ২৩৪ রানে। প্রথম দিনের শেষে ১৬৭ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
West Indies Trail by 167 runs.#BCB #Cricket #WIvBAN pic.twitter.com/OMgnIXxBfD
— Bangladesh Cricket (@BCBtigers) June 24, 2022
শুক্রবার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪১ রানে অ্যান্ডারসন ফিলিপের বলে বাংলাদেশের প্রথম উইকেট মাহমুদুল হাসান ১০ রান করে আউট হয়ে যান।
এর মধ্যে প্রথম ইনিংসে লিটন ও তামিম ইকবাল ছাড়া বাকিদের কেউ-ই ৩০ এর বেশি করতে পারেননি। এর মধ্যে ৭০ বল খেলে আট বাউন্ডারিতে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস। ক্যারিয়ারে এ নিয়ে ১৪তম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তামিম ইকবাল ৪৬ রান করেন।
এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ২৬, ৮ বছর পর টেস্ট খেলতে নামা এনামুল হক বিজয় ২৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ৮ রান করেন। এর মধ্যে দুই পেসার শরিফুল ২৬ ও এবাদত ২১ রান করে অপরাজিত থাকেন।
সেন্ট লুসিয়ার দ্বিতীয় টেস্টে উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল এবং ক্রেগ ব্রাথওয়েট ১৬ ওভারে ৬৭ রান যোগ করেন। ক্যাম্পবেল ৩২ ও ব্রাথওয়েট ৩০ রানে ব্যাট করছেন।