আজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র চারটি উইকেট। ইনিংস পরাজয় এড়াতে ৪২ রান তুলতে হবে সাকিব আল হাসানের দলকে। কেমার রোচ ও আলজারি জোসেফের তোপে পড়ে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে।
Rain🌧️ results in a premature end to Day3️⃣
West Indies will go into Day4️⃣ in full control🙌🏽
Stumps, Day3️⃣
BAN 234 & 132/6 (36) Shanto 42; Roach 3/32, Joseph 2/31.
WI 408 (126.3) Mayers 146, Brathwaite 51; Khaled 5/106.BAN trails by 4️⃣2️⃣ runs.#WIvBAN #WIPlayers #MenInMaroon pic.twitter.com/btjxUbKprl
— WIPA (@wiplayers) June 26, 2022
বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া তামিম ইকবাল ৪, মাহমুদুল হাসান জয় ১৩, এনামুল বিজয় ৪, লিটন দাস ১৯, সাকিব আল হাসান ১৬ ।
ক্রিজে নুরুল হাসান সোহান ১৬ রান ও মেহেদী মিরাজ ০ নিয়ে অপরাজিত আছেন। এছাড়া আছেন আছেন তিন পেসার খালেদ আহমেদ, এবাদত হোসেন আর শরীফুল ইসলাম।
বল হাতে স্বাগতিকদের কেমার রোচ ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া ২ উইকেট জোসেফ ও জয়ডেন সিলস নেন ১ উইকেট।
এর আগে স্বাগতিকরা কাইল মেয়ার্সের ১৪৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা।
অন্যদিকে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ২৩৪ রানে। লিটন দাস (৫৩) এবং তামিম ইকবাল (৪৬) ছাড়া অন্য কোন ব্যাটসম্যান তেমন রান করতে পারেননি। আধিনায়ক শাকিব আল হাসান ৮ রান করে আউট হন।