tamim iqbal
Photo Credit: Twitter/ICC

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে গেল তামিম ইকবালের দল। এর ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ এগিয়ে গেল বাংলাদেশ।

১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবালের ৫০ ও লিটন দাসের ৩২ রানের সুবাদে বাংলাদেশ ৯ উইকেটে ১১২ রান করে। নাজমুল হোসেন শান্ত ২০ রান করে আউট হন।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

স্বাগতিকরা বেটিং করতে নেমে বাংলাদেশের স্পিন বোলিংয়ের কাছে সম্পূর্ণ ভাবে পরাস্ত হয়ে ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করেন।

দলীয় ২৭ রানের মাথায় সর্বপ্রথম মোসাদ্দেক হোসেন ওপেনার কাইল মায়ার্সকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান। তাসকিন আহমেদের পরিবর্তে আজ দ্বিতীয় ম্যাচে দলে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।

বল হাতে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ২৯ রানে নিয়েছেন ৪ উইকেট, নাসুম আহমেদ ১৯ রানে ৩ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন কেমো পল। এছাড়া শাই হোপ ৪৫ বলে ১৮ রান ও কাইল মেয়ার্স ৩৬ বলে ১৭ রান করেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ দিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান, রভমান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পাল, আকিল হোসেন, আলজেরি জোসেফ ও গুডাকেশ মতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here