ওয়ানডেতে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে পড়াজয় মেনে নিয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ানরা।
Bangladesh won the ODI series against West Indies by 3-0.#BCB #Cricket #WIvBAN pic.twitter.com/J11fLPBWHU
— Bangladesh Cricket (@BCBtigers) July 16, 2022
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার টসে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ব্যাট করতে নেমে তাইজুলের স্পিনে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৮.৪ বলে ১৭৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে ১০ ওভার বল করে ২ মেডেনসহ ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন তাইজুল।
২৮ মাস পর খেলতে নেমে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার ২৮ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করেন।
এছাড়া নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ১০ ওভারে দেন মাত্র ২৩ রান।
১৭৯ রানের লক্ষ্যে খেলতে নাজমুল হোসেন শান্ত ১৩ বল খেলে ১ রান করে জোসেফের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন উইকেটরক্ষক শাই হোপের হাতে।
এরপর পর তামিম ইকবালের ৩৪ ও লিটন দাসের ৫০ রান দলের জয়কে অনেক সহজ করে দেয়। এই দুই জনের আউটের পর জয়ের জন্য বাকি রান করেন মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। ৩৮ বলে ৩২ রানে সোহান ও ৩৫ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে ৬ ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে জয় তুলে নেয়।