আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসরের সূচি ঘোষণা করেছে।
আরও খেলার খবর:
এছাড়া ২৭ ডিসেম্বর থেকে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।
এবারের টুর্নামেন্টে অংশ নেবে বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লেজেন্ডস), ঢাকা (রুপা ফেব্রিকস অ্যান্ড মার্ন টিল), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)। এবারের আসরে বেক্সিমকো, বসুন্ধরা এবং জেমকন ফ্র্যাঞ্চাইজিরা থাকছে না।
এই ৬ দলের অংশগ্রহণে তিনটি প্লে-অফ ও ফাইনাল ম্যাচসহ মোট ৩৪টি ম্যাচ হবে। ভেন্যুর তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
বিসিবি জানিয়েছে, প্রতিটি দল সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার নিতে পারবে। প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিটি দল ১ জন দেশি ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে।
এছাড়া কমপক্ষে ৩ জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে। তবে দলভুক্ত করা যাবে সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড়কে। প্রতিটি ম্যাচের একাদশে অন্তত ৩ জন বিদেশি ক্রিকেটার রাখতে হবে।
অষ্টম আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা ও রানার-আপ দল ৫০ লাখ টাকার প্রাইজমানি।