২০২৩-২৭ সালের ভবিষ্যত সময়সূচি এফটিপি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দল সবচেয়ে বেশি ম্যাচ খেলবে। এরপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশগুলোর জন্য ক্রিকেটের তিনটি ফরম্যাটের পুরুষদের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে।
নতুন এফটিপি ২০২৩ সালের মার্চ থেকে এবং শেষ হবে ২০২৭ সালের মার্চে। এই সময়ে ৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে টাইগারদের। এফটিপিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।
Happy with the next men's FTP cycle, cricket fans?https://t.co/LLUs4meXoL pic.twitter.com/Tspz44gha0
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 18, 2022
এফটিপি অনুযায়ী চার বছরে সবচেয়ে বেশি ৫৯ ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এছাড়াও টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে যথাক্রমে ৩৪ ও ৫৭ টি করে।এছাড়া রয়েছে ২৯টি দ্বিপাক্ষীয় সিরিজ। সেই অনুযায়ী তিন ফরম্যাট মিলিয়ে এই সময়ে বাংলাদেশ দল খেলবে মোট ১৫০ ম্যাচ।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৪৭টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ে ক্যারিবিয়ানরা সবচেয়ে বেশি ৭৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বড় দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও নিউজিলেন্ড এই চার বছরের যথাক্রমে ১৩৫, ১৩৯, ১৪১ ও ১৩৫ টি করে ম্যাচ খেলবে।