ফের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে তিনি নিউ সাউথ ওয়েলসের সহাকারী কোচ ছিলেন।
Chandika Hathurusingha was the coach of Bangladesh from 2014 to 2017. Bangladesh claimed their first Test victory against England, Australia and Sri Lanka respectively during his stint.#TigersCoaches pic.twitter.com/Hp6adVcPpC
— Bangladesh Cricket (@BCBtigers) September 11, 2020
এটি তার দ্বিতীয় মেয়াদ। এবার তার সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের সহাকারী কোচ ছিলেন।
তার অধীনে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার সুযোগ হয়েছিলবাংলাদেশ ক্রিকেট দলের।
এর আগে গত ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেন ।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে হাথুরুসিংহের।